মাধ্যমিক: বরিশালে পাসের হার ও জিপিএ ৫ কমেছে

এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা পাস ও জিপিএ ৫ প্রাপ্তির হারে এগিয়ে রয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 09:18 AM
Updated : 28 Nov 2022, 09:18 AM

বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

সোমবার দুপুরে ঘোষিত ফলাফলে বোর্ডে এ বছরের পাশের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ; যা গত বছর ছিলো ৯০ দশমিক ১৯ শতাংশ।

এ বছর জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল ১০ হাজার ২১৯ জন শিক্ষার্থী।

দুপুর দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ও বিষয়ের সংখ্যা কম, সর্বোপরি শিক্ষার্থী ও অভিভাবকদের ভালো ফল করার চেষ্টা ছিলো। তাই ফলাফল ভালো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯০০ জন। পাস করেছে ৮৫ হাজার ১৪ জন, যার মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন।

পাসের হারে বোর্ডের সেরা ভোলা জেলা। এ জেলায় পাসের হার ৯২ দশমিক ৫১। পিরোজপুর জেলায় পাসের হার ৯১ দশমিক ৮৩, বরগুনায় জেরায় ৯০ দশমিক ৭৪, বরিশাল জেলায় ৯০ দশমিক ৫৪, পটুয়াখালী জেলায় ৮৪ দশমিক ২৩ ও ঝালকাঠি জেলায় ৮৬ দশমিক ৮৩ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা পাস ও জিপিএ ৫ প্রাপ্তির হারে এগিয়ে রয়েছে।

বোর্ডের অধীনে বরিশালের ছয় জেলার ১৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৪০ স্কুলে শতভাগ পাস করেছে। এরপর ভোলা জেলায় ৩৩টি, পিরোজপুরে ৩২টি, বরগুনায় ২০টি, ঝালকাঠিতে ১৩টি ও পটুয়াখালীতে ১১টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছে।

বিভাগের এক হাজার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

বিজ্ঞান বিভাগে পাশের হার বেশি। বিজ্ঞান বিভাগে ৯৬ দশমিক ৯৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এরপরে রয়েছে বাণিজ্য বিভাগ। এ বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৪০। মানবিক বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৩৭।

আরও পড়ুন:

Also Read: মাধ্যমিকে পাসের হার কমে ৮৭.৪৪%

Also Read: এসএসসি: ময়মনসিংহে পাসের হার ৮৯.০২%