গাইবান্ধায় ছুরিকাঘাতে নিহত শ্রমিকের লাশ উদ্ধার

রাতের খাবার খেয়ে সুদেব ও অন্য শ্রমিকরা একটি ঘরে শুয়ে পড়েন। পরে রাতের কোনো এক সময় তিনি ছুরিকাঘাতের শিকার হন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 12:32 PM
Updated : 25 Feb 2023, 12:32 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে নিহত এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার একটি দই কারখানায় শুক্রবার রাতের কোনো এক সময় ওই শ্রমিক দুবৃর্ত্তের ছুরিকাঘাতের শিকার হন বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম।

নিহত সুদেব চন্দ্র দাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র দাসের ছেলে। ৩০ বছরের সুদেব বিথী দধিভাণ্ডারের কারখানার শ্রমিক ছিলেন।

কারখানার শ্রমিকদের বরাতে পরিদর্শক বুলবুল জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে সুদেব ও কারখানার অন্য শ্রমিকরা একটি ঘরে শুয়ে পড়েন। এরপর রাতের কোনো এক সময় সুদেবের বুকে কেউ উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

আশঙ্কাজনক অবস্থায় সুদেবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুলবুল ইসলাম আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কারখানার দুইজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

তবে তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ছাড়া কারখানার একজন শ্রমিক পলাতক আছেন।

এ ব্যাপারে মামলা দায়েরের পক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।