বিএনপির প্রবীণ নেতা কবীর হোসেন আর নেই

রাজশাহী থেকে চার বার সংসদ সদস্য হন কবীর হোসেন, একবার প্রতিমন্ত্রীও হয়েছিলেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2023, 11:14 AM
Updated : 3 May 2023, 11:14 AM

বিএনপির প্রবীণ নেতা কবীর হোসেন আর নেই।

বুধবার বিকাল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

কবীর হোসেনের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, কবীর হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত চার দিন ধরে হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য কবীর হোসেন রাজশাহী থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার ১৯৯১ সালের সরকারে প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

কবীর হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজশাহীতে সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আইনজীবী কবীর হোসেনের।

পবা-মোহনপুর উপজেলা নিয়ে গঠিত আসন থেকে তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জিতে আইনসভায় গিয়েছিলেন।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কবীর। পরে তাকে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০০৮ সালে নির্বাচন করলেও আওয়ামী লীগ প্রার্থী মেরাজ উদ্দিন মোল্লাহর কাছে পরাজিত হন কবীর।