ফেনীতে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

র‌্যাব জানায়, ফরিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ১০টি মামলা রয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 09:03 AM
Updated : 15 Nov 2023, 09:03 AM

ফেনীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নাশকতার মামলায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।

গ্রেপ্তার শেখ ফরিদ বাহার (৫৫) সদর উপজেলার মরুয়ারচর এলাকার বাসিন্দা। তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বরত।

বিজ্ঞপ্তিতে অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল বলেন, বিএনপি-জামায়াতের ডাকা প্রথম দফা ৭২ ঘণ্টা অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় নাশকতার মামলার কয়েকটি ধারার এজাহারভুক্ত আসামি শেখ ফরিদ বাহারকে অভিযান চালিয়ে মঙ্গলবার শহরের দাউদপুল গ্রেপ্তার করা হয়।

“এ ছাড়া ফরিদ বাহারের বিরুদ্ধে ফেনী মডেল থানায় নাশকতা, হত্যাচেষ্টাসহ ১০টি মামলা রয়েছে। ফরিদকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আসামি শেখ ফরিদ বাহারকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।