বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুর ওপর দিয়েই যাওয়া যাবে মোটরসাইকেল নিয়ে। তবে যাদের যাওয়ার, তারা বুধবার ফেরিতে করেই পদ্মা পার হচ্ছে।
Published : 19 Apr 2023, 12:51 PM
ঈদের ছুটি শুরুর প্রথম দিনে পদ্মা পাড়ি দিতে ঘরমুখো বাইকাররা ভিড় করেছেন শিমুলিয়া ঘাটে, বাইকারদের চাপে ভোর ৬টা থেকে সাড়ে ৯টার মধ্যে চারবার ট্রিপ দিয়েছে দুটি ফেরি।
বুধবার সকাল ৬টার পর প্রথম টিপেই ফেরি ‘কলমিলতা’ ১৯৫টি মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. জামাল হোসেন।
পরের ফেরি ‘কুঞ্জলতা’ ২১০টি বাইক নিয়ে ছেড়ে যায় ৬টা ৪০ মিনিটে। এরপর তৃতীয় এবং চতুর্থ ফেরি ছেড়েছে ৮টা ৪০ এবং ৯টা ২০ মিনিটে।
তিনি বলেন, “সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টা পরপর ফেরি ছেড়ে যায় ঘাট থেকে। কিন্তু সকালে সেটা সম্ভব হয়নি। প্রথম ফেরি ছাড়ার মিনিট চল্লিশ পরেই দ্বিতীয় ফেরি মোটরসাইকেল আরোহীদের নিয়ে ভরে যায়। তবে এখন ঘাটে চাপ কমে গেছে। বিকালে আবার চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। “
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ঈদে ঘরমুখো মোটরসাইকেল আরোহীদের পদ্মা পার করতে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌ-রুটে সাত দিনের বিকল্প এই ব্যবস্থা নেওয়া হয় মঙ্গলবার থেকে। প্রায় আট মাস পর এই রুটে দুই ফেরি দিয়ে বিশেষ সার্ভিস চালু করা হয়।
এর মধ্যেই মঙ্গলবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা আসে। জানানো হয়, বৃহস্পতিবার থেকে পদ্মা সেতু পার হতে পারবে মোটরসাইকেল।
তবে যাদের যাওয়ার, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন তারা। বুধবার ভোরের আলো ফুটতে ফুটতেই শিমুলিয়া ফেরি ঘাটে মোটরসাইকেলের ভিড় লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে।
এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে দুটি মাঝারি আকারের ফেরি দিয়ে বাইকারদের পারাপারে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা জামাল হোসেন বলেন, মোটরসাইকেল ভর্তি ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়েই চলছে। শিমুলিয়া থেকে ছাড়া ফেরিগুলো সেতুর ২২ ও ২৩ নম্বর খুঁটির মাঝখান দিয়ে সেতু অতিক্রম করে আবার জাজিরা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর খুঁটি দিয়ে বের হয়ে গন্তব্যে যাচ্ছে।
আরোহীসহ বাইক প্রতি ১৫০ টাকা এবং যাত্রী ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দিতে বাইকারদের নামিয়ে ফের ফিরে আসতে ফেরির সময় লাগছে প্রায় আড়াই ঘণ্টা। প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাইকাদের।
জামাল হোসেন বলেন, শিমুলিয়া ঘাট দিয়ে মঙ্গলবার ৬টি ট্রিপে ৮৬১টি মোটর সাইকেল পার হয়েছে। এতে মোট রাজস্ব আয় হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৫০ টাকা।
তবে মাঝিরকান্দি ঘাট থেকে এই ফেরিগুলো ফিরেছে প্রায় খালি অবস্থায়। ৩ থেকে ৫টি মোটরসাইকেল ওই ঘাট থেকে শিমুলিয়ায় ফিরেছে প্রতিটি ফেরিতে।