মা ইলিশ রক্ষায় সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ওই দুই জেলেকে আটক করা হয় বলে জানান ইউএনও।
Published : 20 Oct 2023, 08:08 PM
নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে মা ইলিশ ধরায় দুই জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
দণ্ডিতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার হেমায়েত মোল্লার ছেলে শফিকুল ইসলাম শিমুল (৩০) ও মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৮)।
ইউএনও নজরুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় সুগন্ধা নদীতে অভিযান চালায় জেলা মৎস্য অধিদপ্তরের একটি দল। অভিযানে দুই জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।