নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বলে পুলিশ জানায়।
Published : 06 Feb 2024, 07:01 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি খাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গুজারকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান।
নিহত ৩২ বছর বয়সী নাজিম উদ্দিন ওই উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দিগ্রামের শহীদুর রহমানের ছেলে।
তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বড় ভাই সেলিম উদ্দিন সাংবাদিকদের জানান, সোমবার রাত ৮টার সময় তার ভাই বিস্কুট আনতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরে নাই। সকালে খবর পেয়ে নাজিমের লাশ সনাক্ত করেন তারা।
ওসি বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্ব শুত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।