নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ সেই রেস্তোরাঁর মহাব্যবস্থাপক মারা গেছেন

এ ঘটনায় ওই রেস্তোরাঁর ভবন মালিক আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 06:35 PM
Updated : 6 Feb 2023, 06:35 PM

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গুলিতে আহত রেস্তোরাঁর মহাব্যবস্থাপক শফিউর রহমান কাজল মারা গেছেন।

সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ‘সুলতান ভাই কাচ্চি’ নামের রেস্তোরাঁর সামনে ফুটপাতে গুলিতে আহত হন ওই রেস্তোরাঁর মহাব্যবস্থাপক শফিউর রহমান কাজল (৫৮)। 

এ ঘটনায় ওই রেস্তোরাঁর ভবন মালিক আজহার তালুকদার (৬৫) ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঘটনার পর রোববার রেস্তোরাঁর ব্যবস্থাপক রিপন সাহা বলেছিলেন, রোববার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উত্তেজিত অবস্থায় পিস্তল ও শর্টগানের মতো দেখতে দুটি আগ্নেয়াস্ত্র হাতে রেস্তোরাঁয় ঢোকেন আজহার তালুকদার৷

“প্রথমে তিনি আমাকে গালিগালাজ করেন৷ তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন আমাদের আরেক ম্যানেজার বাবুল সাহেব৷ পরে আজহার একটা ফাঁকা গুলি ছোড়েন৷ এরপর দুটি গুলি করেন আমাদের জেনারেল ম্যানেজার কাজল সাহেবকে৷ দুটি গুলি তার দুই পায়ে লাগে৷ সব মিলিয়ে অন্তত পাঁচটি গুলি ছুড়েছেন তিনি।” 

কাজলকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

এ ঘটনায় কাজলের ভাগনে রেস্তোরাঁর গুদাম ম্যানেজার মাহমুদ হাসান হৃদয়ও আহত হয়েছেন। 

তিনি বলেন, পানির লাইন নিয়ে ভবন মালিকের সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল৷ বারবার বলার পরও ভবন মালিক পানির লাইন দেননি৷

“পরে আমরা নিজ উদ্যোগে লাইন নিই৷ সেই লাইন আবার কেটে দেন আজহার তালুকদার৷ এ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল৷”

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী রেস্তোরাঁর কর্মচারী মো. আল-আমিন জানান, আজহার তালুকদারকে থামাতে গিয়ে তার মেয়ের পায়েও গুলি লেগেছে৷ 

আরও পড়ুন

রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি: বাবা, ছেলে কারাগারে

নারায়ণগঞ্জে রেস্তোরাঁ কর্মকর্তার দুই পায়ে ‘ভবন মালিকের গুলি’