নারায়ণগঞ্জে রেস্তোরাঁর মহাব্যবস্থাপকের দুই পায়ে ‘ভবন মালিকের গুলি’

এ ঘটনায় ভবন মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 06:17 PM
Updated : 5 Feb 2023, 06:17 PM

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভবন মালিকের ছোড়া গুলিতে একটি রেস্তোরাঁর মহাব্যবস্থাপক আহত হয়েছেন৷ গুলি তার দুই পায়ে বিদ্ধ হয়। 

রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই রেস্তোরাঁর সামনে সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷ 

গুলিবিদ্ধ শফিউর রহমান কাজল (৫৮) ওই এলাকার বাগে জান্নাত মসজিদের পাশের ‘সুলতান ভাই কাচ্চি’ নামে রেস্তোরাঁটির মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার)৷ 

এ ঘটনায় ভবন মালিক আজহার তালুকদারকে (৬৫) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

রেস্তোরাঁর ব্যবস্থাপক রিপন সাহা বলেন, “রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উত্তেজিত অবস্থায় পিস্তল ও শর্টগানের মতো দেখতে দু’টো আগ্নেয়াস্ত্র হাতে রেস্তোরাঁয় ঢোকেন আজহার তালুকদার৷  প্রথমে তিনি আমাকে গালিগালাজ করেন৷ তাকে নিভৃত করার চেষ্টা করেন আমাদের আরেক ম্যানেজার বাবুল সাহেব৷ পরে ক্ষিপ্ত আজহার একটা ফাঁকা গুলি ছুড়েন৷ এরপর দু’টো গুলি করেন আমাদের জেনারেল ম্যানেজার কাজল সাহেবকে৷ দু’টো গুলি তার দুই পায়ে লাগে৷ সব মিলিয়ে অন্তত পাঁচটি গুলি ছুড়েছেন তিনি৷ 

“তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।” 

আহত কাজলের ভাগনে রেস্তোরাঁর গোডাউন ম্যানেজার মাহমুদ হাসান হৃদয়। 

তিনি বলেন, “পানির লাইন নিয়ে ভবন মালিকের সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল৷ বারবার বলার পরও ভবন মালিক পানির লাইন দেননি৷ পরে আমরা নিজ উদ্যোগে লাইন নিই৷ সেই লাইন আবার কেটে দেন আজহার তালুকদার৷ এ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল৷ সে দ্বন্দ্বের জেরেই ঘটনা ঘটেছে কিনা নিশ্চিত না৷”

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী রেস্তোরাঁর স্টাফ মো. আল-আমিন। 

তিনি জানান, আজহার তালুকদারকে থামাতে গিয়ে তার মেয়েও পায়ে গুলি লেগেছে৷   

খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা, সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লাসহ থানা ও ডিবি পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যান৷ 

ওসি আনিচুর রহমান বলেন, “একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে এখন পর্যন্ত তথ্য পেয়েছি৷ যার বিরুদ্ধে অভিযোগ তিনি পুলিশি হেফাজতে আছেন৷ বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ৷ বিস্তারিত পরে জানানো যাবে৷”