মাইক্রোবাস চাপা দিয়ে চালকই নিলেন হাসপাতালে, মৃত্যুর পর পালালেন

মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2023, 06:56 AM
Updated : 27 Jan 2023, 06:56 AM

ভোলায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন চালক; পরে চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করলে পালিয়ে যান তিনি।

শুক্রবার সকাল ৯টার দিকে ভোলা-লক্ষ্মীপুর সড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. রিয়াজ উদ্দিন জানান।

নিহত নারীর বয়স ৪০ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই রিয়াজ জানান, ভোলা-লক্ষ্মীপুর সড়ক পার হওয়ার সময় ভোলা থেকে ইলিশাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস ওই নারীকে চাপা দেয়। পরে মাইক্রোবাস চালকই তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করলে লাশ হাসপাতালে রেখেই চালক পালিয়ে যান বলে জানান রিয়াজ।

তিনি আরও বলেন, মৃত নারীর পরনে কালো রঙের বোরকা এবং নাকে ও কানে স্বর্ণালংকার রয়েছে। মাইক্রোবাসটি উদ্ধার করে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।