যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
Published : 23 Jan 2024, 11:15 PM
যশোর শহরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন লেগেছে। বাসটি চলন্ত অবস্থায় থাকলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাতে যশোর-খুলনা মহাসড়কের বকচর কোল্ডস্টোর মোড়ে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) পলাশ কুমার বিশ্বাস জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি ভস্মীভূত হয়েছে বলে জানান তিনি।
বাসচালক সহিদুল ইসলাম বলেন, “দিনভর মুড়লি এলাকার একটি গ্যারেজে বাসটি মেরামত করানো হয়। পরে রাত ৮টার দিকে সেখান থেকে বাস চালিয়ে মণিহারের দিকে নিয়ে যাচ্ছিলাম।
“পথে বাসে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে আমি এবং আমার সহযোগী নেমে পড়ি।”
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি সোহেল রানা জানান, প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত ছাড়া আগুনের উৎস সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
পুলিশ পরিদর্শক পলাশ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।