বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
Published : 30 Oct 2023, 11:38 AM
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ও নগরকান্দা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোদিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ওসি মো. মিরাজ হোসেন।
আগুনে প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে অলিম্পিক ইন্ডাস্ট্রি, এটি হক, কোকোকোলা ফুডস, আকিজ গ্রুপ, লাবনী জুস, আবুল খায়ের গ্রুপ, পুষ্টি বিস্কুট, নিউ লাইফ কোম্পানিসহ ৮ থেকে ৯টি কোম্পানির মালামাল ছিল বলে জানান ব্যবসায়ীরা।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন, ওসি মিরাজ।