স্টেশনকর্মীদের ধারণা, দুর্বৃত্তরা পেছন দিয়ে এসে বাসে আগুন দিয়েছে। ফলে সিসিটিভিতে কোনো ভিডিও ধারণ হয়নি।
Published : 27 Nov 2023, 09:51 AM
নাটোরের বড়াইগ্রামে একটি ফিলিং স্টেশনে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাটোয়ারীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম।
ফিলিং স্টেশনটি নাটোর ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বলে জানা গেছে।
সেখানকার বিক্রয়কর্মী নাজমুল হোসেন জানান, রাত সাড়ে ৪টার দিকে জিএম ট্রাভেলসের একটি বাস থেকে ধোয়া উঠতে দেখে এগিয়ে গিয়ে আগুন দেখতে পান তারা। এ সময় স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার সার্ভিসে খবর দিলে একই কোম্পানির পাশের আরো দুটি বাসে আগুন জ্বলতে দেখেন তারা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই তিনটি বাস পুড়ে যায়।
স্টেশনকর্মীদের ধারণা, দুর্বৃত্তরা পেছনের কলাবাগান দিয়ে এসে বাসে আগুন দিয়েছে। ফলে সিসিটিভিতে কোনো ভিডিও ধারণ হয়নি।
ওসি শফিউল আজম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।