গোপালগঞ্জে ট্রাক-বাইক সংঘর্ষে প্রাণ গেল ৩ কিশোরের

ফায়ার সার্ভিস জানায়, এক কিশোর ঘটনাস্থলে ও দুজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 06:22 AM
Updated : 8 May 2023, 06:22 AM

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন। 

সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহমান জানান, গত রোববার মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের  গোপালগঞ্জ সদরের সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন: সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছুটফা গ্রামের শুক্কুর শেখের ছেলে জামি শেখ (১৭), একই গ্রামের শুক্কুর সরদারের ছেলে হাসান সরদার (১৬) ও ডাবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক বলেন, কিশোর হাসান সরদার ট্রলি চালাতো। সেই ট্রলির যন্ত্রপাতি কেনার জন্য রোববার রাতে তিন কিশোর গ্রাম থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে যান। ফেরার পথে সোনাশুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে আগুন ধরে যায়। জামি শেখ সেখানেই মারা যান। 

আহত হাসান সরদার ও তাজিম শেখকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সোমবার ভোরে ওই দুই কিশোরের মৃত্যু হয়।