গাজীপুরে চার দিন আগে প্রতিপক্ষের লোকজন শফিকুল ও শুক্কুরকে পিটিয়ে হত্যা করে বলে জানায় র্যাব।
Published : 24 Oct 2023, 08:22 PM
গাজীপুর মহানগরীতে এক দোকানির কাছে থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ায় দুই ভাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার ভোরে গ্রেপ্তার এক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে গাজীপুর র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
গ্রেপ্তার আব্দুল আউয়াল (৫১) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাশবুনিয়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় স্থানীয় বাজারে পান-সুপারি বিক্রি করেন।
র্যাব জানায়, গত ২০ অক্টোবর রাতে সহোদর শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে বাঙ্গালগাছ এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতদের বাবা আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেন।
মেজর ইয়াসির আরাফাত বলেন, “ঘটনার দিন শফিকুল ও শুক্কুর আলীসহ চারজন একটি অটোরিকশায় করে বাঙ্গালগাছ বাঁশবাজার গিয়ে কাউকে কিছু না বলে বিল্লালের দোকান ভাঙচুর করে। এছাড়া রাসেলের মুদি দোকানের ফ্রিজ ভাঙচুর এবং তার দোকানের সিসি ক্যামেরার যন্ত্রপাতি খুলে নেয় তারা।
“পরে তারা জুলহাসের গাড়ি ওয়াশিং পয়েন্টের দোকানে যায়। সেখানে জুলহাস ও মমিনের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে চারদিক থেকে আব্দুল আউয়ালসহ আরও ৩-৪ জন দেশি অস্ত্র দিয়ে শফিকুল ও শুক্কুর আলীকে মারধর করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”
গ্রেপ্তার আউয়ালের কাছে পাওয়া তথ্যের বরাতে র্যাব কর্মকর্তা আরও বলেন, “হত্যাকাণ্ডের দুই দিন আগে সন্ধ্যায় আউয়াল তার দোকানের জন্য পান-সুপারি কিনতে জয়দেবপুর যাচ্ছিলেন।
“পথে হাজীবাগ রোডে শফিকুল ও শুক্কুরসহ পাঁচজন অস্ত্রের মুখে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দুই ভাইয়ের প্রতি ক্ষিপ্ত ছিলেন আউয়াল।”
হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আউয়াল আত্মগোপনে ছিলেন; গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
আরও পড়ুন: