পুলিশ জানায়, এ ঘটনায় অপর ট্রাকটির চালককে আটক করা হয়েছে।
Published : 06 Jan 2024, 11:18 AM
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় একটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
শনিবার ভোরের দিকে নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রামের কারবালা এলাকায় এ ঘটনা ঘটে বলে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ জানান।
নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার প্রয়াত এলাহী রহমানের ছেলে ট্রাকচালক শাহীন রহমান (২৮) এবং একই এলাকার প্রয়াত আলমগীর লসকরের ছেলে ও চালক শাহীনের সহকারী জসিম উদ্দিন (২২)।
স্থানীয়দের বরাতে ওসি মাসুদ বলেন, ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকায় বালুবোঝাই চলন্ত একটি ট্রাককে আরেকটি বালুবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও এর চালক এবং তার সহকারী মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, হাইওয়ে পুলিশের ওসি মাসুদ।
তিনি আরও জানান, এ ঘটনায় অপর ট্রাকটির চালককে আটক করা হয়েছে।
আটক আরিফ হোসেন (৩৫) কুষ্টিয়ার মিরপুর এলাকার মঙ্গলার হোসেনের ছেলে।