মুন্সীগঞ্জে ঘরের তালা ভেঙে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

পুলিশের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 02:47 PM
Updated : 12 Nov 2023, 02:47 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঘরের তালা ভেঙে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুর সাড়ে ১২টার উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান।  

নিহত রাহাফুল খান (২২) ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে।তিনি আব্দুল্লাহপুর গ্রামে ভাড়াবাসায় থাকতেন।   

রাফাফুলের বড় ভাই হৃদয় খান বলেন, বাসস্ট্যান্ডের বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ নবাবপুর ইলেকট্রিক’ নামে রাহাফুলের একটি দোকান রয়েছে। রাতে বাড়ি ফিরতে দেরি হয় বলে চলতি মাসের ১ তারিখ তার দোকানের পাশে ওই এলাকায় ওয়াজেদ আলীর আধাপাকা বাড়িতে একটি রুম ভাড়া নেয় সে।

তিনি আরও বলেন, “শনিবার সকালে তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ। রোববার সকালে দোকান বন্ধ দেখে দুপুরে তার ভাড়া বাসায় যাই। সেখানে গিয়ে রুমের বাইরে থেকে দুর্গন্ধ পাই।

“তবে ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখে পুলিশকে খবর দেই। পরে তালা ভেঙে রুমে প্রবেশ করলে পুলিশ সোফার মধ্যে রাহাফুলের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে।” 

ওসি মোল্লা সোহেব আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।” 

তদন্ত চলছে; ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি।