মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৩ দিন ধরে সোনা ব্যবসায়ী সাগরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ।
Published : 23 Jul 2023, 10:17 PM
মুন্সীগঞ্জের শ্রীনগরে সোনা বন্ধক ব্যবসার ‘প্রায় কোটি টাকা’ নিয়ে উধাও হয়েছে ছেলে; আর পাওনাদারের চাপ ও অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা।
রোববার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
নিহতের নাম নির্মল দাস (৫৪)। আর তার ছেলের নাম সাগর দাস।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নির্মল উপজেলার বাড়ৈগাঁও বাজারে মাছ বিক্রি করতেন। একই বাজারে সাগর সোনার গহনা তৈরি ও বন্ধকের ব্যবসা করতেন। সম্প্রতি সাগর ওই এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে কম টাকায় সোনা বন্ধক নেন। পরে সেই সোনা সুদ কারবারির কাছে দ্বিগুণ টাকায় বন্ধক রাখেন তিনি।
কয়েকদিন আগে গ্রাহকরা টাকা ফেরত দিয়ে তাদের বন্ধক রাখা সোনা ফেরত চাইলে সাগর গা ঢাকা দেন। ১৩ দিন ধরে সাগরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশ আরও জানায়, পাওনাদাররা সোনা ফেরত চেয়ে শনিবার বিকালে সাগরের বাবার ওপর চাপ দেয় এবং তাকে অপমান করেন। রাতে বাড়িতে ফিরে নির্মল বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি আমিনুল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।