পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Published : 22 Feb 2024, 08:03 AM
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মদনপুর গ্রামে এক ধান ক্ষেতে মরদেহটি পাওয়া যায় বলে মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ।
নিহত আব্দুস সামাদ (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, শুক্রবার আব্দুস সামাদ রাতে খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারপর তিনি আর বাড়িতে ফিরেননি।
অনেক খোঁজাখুঁজির পর সোমাবার সকালে বাড়ির পাশেই এক ধান ক্ষেতে তার অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]