মাগুরায় জুয়েলারি দোকান চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ২২ ভরি সোনা, ২৯০ ভরি রুপা ও ৩৪ পিচ ব্রোঞ্জের চুড়ি উদ্ধার হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 01:50 PM
Updated : 19 March 2023, 01:50 PM

মাগুরায় সুড়ঙ্গ খুঁড়ে কংক্রিটের মেঝে ভেঙে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাগুরা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা।

গ্রেপ্তাররা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার আবুল হাসান, বাগেরহাটের রামপাল উপজেলার মিন্টু শেখ, মোস্তফিজুর রহমান, ইয়াসিন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মেহেদী হাসান ও মাগুরা সদরের পুলিশ লাইন পশ্চিম পাড়ার মিরাজুল ইসলাম।

পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে মাগুরা শহরের পুরাতন বাজার সোনারপট্টির বৈদ্যনাথ জুয়েলার্সের সুড়ঙ্গ খুঁড়ে সোনা চুরি হয়। এ ঘটনায় জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

পরে পুলিশের একটি বিশেষ টিম মাগুরা, নড়াইল ও বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে ২২ ভরি ১০ আনা সোনা, ২৯০ ভরি রুপা এবং ৩৪ পিচ ব্রোঞ্জের চুড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।