সকালে প্রথম জেলা সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান।
Published : 25 Nov 2023, 10:15 PM
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল জেলা সমন্বয়কারী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সম্মেলন শেষে ডা. মনীষা চক্রবর্তীকে প্রধান সমন্বয়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) দুলাল মল্লিক, সহসভাপতি গোলাম রসুল, ক্রীড়া সম্পাদক বেল্লাল গাজী, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলা শাখা সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগরের সভাপতি বিজন সিকদার, সদস্য মোশাররফ হোসেন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম।
এর আগে বেলা ১১টায় নগরী অশ্বিনী কুমার হল চত্বরে প্রথম জেলা সম্মেলনের উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু ও বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দুলাল মল্লিক।