বরিশালে স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান বলেন, ওই অস্ত্র তিনি কুড়িয়ে পেয়েছে বলে জানিয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2023, 11:10 AM
Updated : 4 March 2023, 11:10 AM

বরিশালের হিজলা উপজেলায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে পিস্তুলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ওই যুবককে আটক করে এলাকাবাসী। পরে শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে হিজলা থানার ওসি ইউনুস মিয়া জানান।

গ্রেপ্তার কামাল হোসেন (৩২) উপজেলার চর মেমানিয়া গ্রামের বাসিন্দা।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “বাদুরী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন কামাল। রাতে স্ত্রীকে সন্দেহ করে ঝগড়া করেন তিনি। একপর্যায়ে কামাল চায়নিজ গিয়ার চাকু বের করে আত্মহত্যার হুমকি দেন। এ সময় তিনি একটি বিদেশি পিস্তল বের করেন। তখন তার শ্বশুর আমাকে বিষয়টি জানায়।

“পরে গ্রাম পুলিশ পাঠিয়ে তাকে আটকে রাখা হয়। শনিবার সকালে থানায় জানানো হলে পুলিশ এসে কামালকে গ্রেপ্তার করে।”

নাসির উদ্দিন আরও জানান, কামাল টঙ্গী এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে থাকতেন। দাম্পত্য কলহে তার স্ত্রী বাবার বাড়ি চলে আসে।

গ্রামে ভাল ছেলে হিসেবে কামালের সুনাম রয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন, “তিনি হয়তো তার স্ত্রীকে ভয় দেখানোর জন্যে অস্ত্র নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন। ওই অস্ত্র তিনি কুড়িয়ে পেয়েছে বলে জানিয়েছেন।”

ওসি বলেন, কামালের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি ও একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এসআই ইদ্রিস আলী বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে কামালকে আসামি করে মামলা করেছেন।