গাজীপুরে তুসুকা কারখানা ভাঙচুর: ২২৪ শ্রমিকের বিরুদ্ধে মামলা

এজাহারে ৬ কোটি টাকার ওপরে ক্ষয়-ক্ষতির দাবি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 11:40 AM
Updated : 12 Nov 2023, 11:40 AM

গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গার্মেন্টে ভাঙচুর ও হামলার ঘটনায় ২২৪ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শনিবার রাতে তুসুকা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) আবু সাঈদ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলাটি করেন।

ওসি খান মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করা হয়; এজাহারে ৬ কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।

গত ২৩ অক্টোবর গাজীপুরে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন। পরে মজুরি বোর্ডে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা দিলে সেটা প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত ছিল।

ওইদিন আন্দোলনরত শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় তুসুকা নামের একটি তৈরি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে।

অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কোনাবাড়ী এলাকার তুসুকাসহ নয়টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে কারখানার সামনে সাঁটানো হয় বন্ধের নোটিস।

তুসুকার মহাব্যবস্থাপক মাসুম হোসেন জানান, অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিসের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:

Also Read: কোনাবাড়ির ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Also Read: গাজীপুরে সাঁজোয়া যানের মধ্যে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে ৩ পুলিশ আহত

Also Read: গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে নারী শ্রমিক নিহত

Also Read: মজুরি প্রত্যাখান: শ্রমিক বিক্ষোভে দিনভর উত্তপ্ত গাজীপুর, সংঘর্ষ

Also Read: মজুরি প্রত্যাখ্যান: গাজীপুরে ফের বিক্ষোভে শ্রমিকরা, সংঘর্ষ

Also Read: শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়েছে গাজীপুরের কোনাবাড়িতেও

Also Read: গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ১১