গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গার্মেন্টে ভাঙচুর ও হামলার ঘটনায় ২২৪ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত শনিবার রাতে তুসুকা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) আবু সাঈদ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলাটি করেন।
ওসি খান মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করা হয়; এজাহারে ৬ কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।
গত ২৩ অক্টোবর গাজীপুরে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন। পরে মজুরি বোর্ডে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা দিলে সেটা প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত ছিল।
ওইদিন আন্দোলনরত শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় তুসুকা নামের একটি তৈরি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে।
অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কোনাবাড়ী এলাকার তুসুকাসহ নয়টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে কারখানার সামনে সাঁটানো হয় বন্ধের নোটিস।
তুসুকার মহাব্যবস্থাপক মাসুম হোসেন জানান, অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিসের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: