পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। তারা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক।
Published : 10 Nov 2023, 01:45 PM
গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চলে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার ও মামলা করেছে পুলিশ। মামলায় আরও তিন-চার হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সাঈদ জানান, বৃহস্পতিবার বিকালে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসুকা কারখানার ভেতর শ্রমিকরা ব্যাপক ভাংচুর করে। এ সময় ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। তারা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক।
এ ঘটনায় বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৩-৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বেতন বাড়ানোর দাবিতে গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে।
বৃহস্পতিবারও গাজীপুরে তিনটি এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকদের হামলা-ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে দিনভর উত্তপ্ত ছিল নগরীর কয়েকটি এলাকা।
এক পর্যায়ে তুসুকা গার্মেন্টস লিমিটেড কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান বিক্ষোভ করেন শ্রমিকরা। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসআই আবু সাঈদ জানান, শুক্রবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়েছে গাজীপুরের কোনাবাড়িতেও
মজুরি প্রত্যাখ্যান: গাজীপুরে ফের বিক্ষোভে শ্রমিকরা, সংঘর্ষ
মজুরি প্রত্যাখান: শ্রমিক বিক্ষোভে দিনভর উত্তপ্ত গাজীপুর, সংঘর্ষ
গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে নারী শ্রমিক নিহত
গাজীপুরে সাঁজোয়া যানের মধ্যে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে ৩ পুলিশ আহত