নির্বাচনে সিলেটে ইউরোপীয় ইউনিয়নের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে বলে জানান প্রতিনিধিরা।
Published : 13 Jul 2023, 07:31 PM
সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সফররত প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকাল ১০টায় নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর আগে একটি অনুসন্ধানী মিশন সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
“নির্বাচনের সময় সিলেটে ইউরোপীয় ইউনিয়নের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে বলে জানান ইইউ প্রতিনিধিরা। এ জন্য তারা সিটি করপোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন।
সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সিলেট সিটি করপোরেশনের পর ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
বিকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জেলা প্রশাসক মজিবর রহমান সাংবাদিকদের বলেন, “ইইউ প্রতিনিধিরা আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে পারেন। তাই নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদের আশ্বস্ত করে জানিয়েছি; কিছুদিন আগেই সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটেনি। আমরা আশা করছি, আগামী সংসদ নির্বাচনও তেমনি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’’
তবে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে ইইউ প্রতিনিধিদল।
এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, আমাদের সিটি করপোরেশনের বর্ধিতাংশে ভোটার উপস্থিতি ৭০ শতাংশের মত ছিল। মূল শহরের দিকে উপস্থিতি সামান্য কম ছিল।
অনেক ভোটার স্থান পরিবর্তনের কারণে নির্বাচনে ভোট না দেওয়ার কথা উল্লেখ করেন জেলা প্রশাসক।
এ বছরের শেষে বা পরবর্তী বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের এই ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা অনুসন্ধানী অগ্রগামী দল।
৮ থেকে ২৩ জুলাই এ সফরে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা– ইত্যাদি বিষয় মূল্যায়ন করবে এই মিশন। এর অংশ হিসেবে তারা নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
স্বাধীন এই প্রতিনিধি দল ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের আলোকে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত দেবেন তিনি।