হাসপাতালের লাইসেন্স হালনাগাদ না থাকা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।
Published : 28 Mar 2024, 11:03 AM
লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তিনটি বেসরকারি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরে এ আদালত পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মনিরা খাতুন।
তিনি বলেন, আল ফারুক হাসপাতাল, হলি হোপ হাসপাতাল ও আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
পরে ভোক্তা অধিকার বর্জ্য ও পরিবেশ আইনে আল ফারুক হাসপাতালকে ৫০ হাজার টাকা, হলি হোপ হাসপাতালকে এক লাখ এবং রামগঞ্জ আধুনিক হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী হাকিম মনিরা খাতুন।
এ সময় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ফয়সাল আমিন ও নোয়াখালী র্যাব-১১ সিপিসি-৩ এর এএসপি গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]