বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে ডলারসহ প্রৌঢ় আটক

তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে রাখা ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায় বলে বিজিবি জানায়।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2023, 06:36 PM
Updated : 19 Feb 2023, 06:36 PM

যশোরের বেনাপোলে একটি যাত্রীবাহী বাস থেকে ৩০ হাজার মার্কিন ডলারসহ এক প্রৌঢ়কে আটক করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় বেনাপোলের আমড়াখালী বিজিবির তল্লাশি চৌকিতে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল আহমেদ হাসান জামিল জানান।

আটক তোফাজ্জল হোসেন (৫২) মুন্সিগঞ্জ জেলায় বাসিন্দা।

তোফাজ্জল অবৈধভাবে বিদেশি মুদ্রাগুলো বহন করছিলেন বলে জানান বিজিবি কর্মকর্তা আহমেদ হাসান জামিল।

তিনি বলেন, “চৌকিতে কলকাতা থেকে আসা ঢাকাগামী ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তোফাজ্জল হোসেনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে রাখা ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার সমান।

“এ সময় তার ব্যাগ তল্লাশি করে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।”

তোফাজ্জল হোসেনকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।