উচ্চ আদালত থেকে আসামিরা চার সপ্তাহের আগাম জামিনে ছিলেন।
Published : 12 Oct 2023, 09:45 PM
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির ৪০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক মো. আসাদুজ্জামান নূর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান।
কারাগারে যাওয়ারা হলেন- গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু, ওই ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম খান, যুবদলের সদস্যসচিব হারুন, শ্রমিকদলের সদস্যসচিব জাফর মিয়া ও উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক বদিউজ্জামান বাদলসহ ৪০ নেতা-কর্মী।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “গায়েবি ও মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন ওই নেতা-কর্মীরা। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সকালে ৪০ নেতা-কর্মী আদালতে জামিন নিতে আসেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
এর আগে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঘিরে উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পরদিন বিএনপির ৬১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
পরে ১৪ সেপ্টেম্বর আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান।