সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জালালাবাদ থানার দুই মামলায় রোববার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।
তিনি জানান, জালালাবাদ থানার পুরোনো দুটি মামলায় পরোয়ানা থাকায় আবুল কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে দুটি মামলা বিষয়ে এ পুলিশ কর্মকর্তা বিস্তারিত কিছু বলেননি।
দলের এ নেতার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, “নেতাকর্মীদের হয়রানি না করতে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম; তারপরও গ্রেপ্তার করা হচ্ছে। তবে হয়রানি বা গ্রেপ্তার করে আমাদের চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না। আগামী ১৯ তারিখ সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করব।”
এ সমাবেশ বন্ধ করতেই গণগ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, “প্রতিদিনই আমাদের দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে; রাতে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক নেতাকর্মী নিজেদের বাসাবাড়িতে অবস্থান করতে পারছেন না।''