মঙ্গলবার পর্যন্ত উচ্চ আদালতের দেওয়া জামিনে ছিলেন কাউন্সিলরসহ ১১ আসামি; পরে এদিন আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
Published : 25 Jul 2023, 05:18 PM
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সায়ীদ মো. আবদুল্লাহসহ ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) পক্ষে থাকা আইনজীবী মো. নাসির উদ্দিন জানিয়েছেন।
তিনি জানান, সিলেট সিটি নির্বাচনের আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর এক কর্মীকে মারধরের অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান (বর্তমান কাউন্সিলর) মামলা করেন। পরে উচ্চ আদালত থেকে মঙ্গলবার পর্যন্ত তারা জামিন নেন।
এ বিষয়ে কাউন্সিলর আফতাব উদ্দিন খানের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল সাংবাদিকদের বলেন, “দ্রুত বিচার আইনের ৪/৫ ধারার মামলায় সায়ীদ আব্দুল্লাহসহ আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠান।”
মামলায় মো. আবদুল্লাহসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয় বলে জানান তিনি।
আরও যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা হলেন- ছবের মিয়া, আকলিছ মিয়া, এমাদ উদ্দিন সুয়েব, আমিন মিয়া, আল-আমিন, কাজী মিজান, মো. মোবারক হোসাইন, জীবন, ফরিদ মিয়া, রাজন আহমদ। তারা সবাই ওই ওয়ার্ডের বনকলাপাড়া এলাকার বাসিন্দা।
এদিকে সোমবার সিটি নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহর বাড়ির সামনে অস্ত্র প্রদর্শনের মামলায় একই ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন।
আগের খবর
সিলেটে এবার কাউন্সিলর পদপ্রার্থী সাঈদের বিরুদ্ধে মামলা
সিলেটে অস্ত্র প্রদর্শনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব কারাগারে