নৌকার মেয়র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগে রোববার রাতে সাঈদের বিরুদ্ধে এ মামলা হয় বলে জানায় পুলিশ।
Published : 12 Jun 2023, 05:27 PM
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ মো. আবদুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার সকালে সিলেট বিমানবন্দর থানার ওসি মো. মঈন উদ্দিন সিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান বাদী হয়ে এ মামলা করেন।
“মামলায় ৭ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আবদুল্লাহসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়।”
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউন্সিলর প্রার্থী আফতাফ হোসেন খান নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করলে কমিশন মহানগর পুলিশের কাছে অভিযোগটি পাঠায়। তারপর মামলা হিসেবে অভিযোগটি গ্রহণ করা হয়েছে।”
মামলায় আরও যাদের নাম রয়েছে তারা হলেন- নগরীর বনকলাপাড়া এলাকার সাঈদ মো. আব্দুল্লাহ (৩৬), কাজী মিজান (২৯), শাহীন (৩০) রাজন আহমদ, ছবের মিয়া (৩৪), এমাদ উদ্দিন সুয়েব (৩৩), মতিউর রহমান মৃধা (৪২), আমিন মিয়া (৩২), আল আমিন (২৮), পশ্চিম পীর মহল্লার আবুল কালাম মাস্টার (৪৫), জুনেদ আহমদ (৩৫) ও অগ্রণী আ/এ এলাকার সোহাগ মিয়া (২৬)।
এর আগে নগরীর কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোকের উপস্থিতির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে বিমানবন্দর থানায় সাইদ বাদী হয়ে মামলা করেছেন।
মামলায় ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে।
এ মামলায় গ্রেপ্তাররা হলেন- আতিকুর রহমান (৪২), জুবের আহমদ (৩৮) নুরুজ্জামান (৩৪)।
সশস্ত্র লোকের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাঈদ আব্দুল্লাহর সিলেট নগরীর ১৩/১৩ সুবিধবাজার দিঘীরপাড়ের বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোক ঘোরাফেরা করছে। কয়েকটি মোটরসাইকেলে আসা ওই যুবকরা বাসার সামনে গিয়ে গেটের দিকে অস্ত্র প্রদর্শন করে। এ ঘটনায় কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহ শুক্রবার নির্বাচন কমিশনে একটি অভিযোগ দিয়েছিলেন।
এ বিষয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেলের (সিটি-নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, “আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসনে খানকে ১৪ তারিখে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ে ডাকা হয়েছে।”
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।
আরও পড়ুন
সিলেটে কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র প্রদর্শন, তিনজন গ্রেপ্তার
সিলেটে কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র যুবক, নির্বাচন কমিশনে অভিযোগ