সিলেটে অস্ত্র প্রদর্শনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব কারাগারে

পিপি জানান, উচ্চ আদালতে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আফতাব নিম্ন আদালতে আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2023, 11:41 AM
Updated : 24 July 2023, 11:41 AM

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র প্রদর্শনের মামলায় সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেন জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান পিপি জুবায়ের বখত জুবের।

পিপি বলেন, “ওই মামলায় আফতাব হোসেন খান উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। সোমাবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে এসে ফের জামিন আবেদন করেছিলেন। কিন্তু বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

গত ৮ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহর বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সশস্ত্র কয়েকজনের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিসি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, সাঈদ আব্দুল্লাহর সিলেট নগরীর ১৩/১৩ সুবিধবাজার দিঘীরপাড়ের বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র কয়েকজন লোক ঘোরাফেরা করছে। কয়েকটি মোটরসাইকেলে আসা যুবকরা বাসার সামনে গিয়ে গেইটের দিকে অস্ত্র প্রদর্শন করেন।

ওই ঘটনায় সাইদ মো. আব্দুল্লাহ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে প্রধান আসামি করা হয়।

এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় ২০ থেকে ২৫ জনকে। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খানের মনোনয়নও বাতিল করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

Also Read: সিলেটে কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র প্রদর্শন, তিনজন গ্রেপ্তার

Also Read: অস্ত্র হাতে ছবি: সিলেটের কাউন্সিলর প্রার্থী আফতাবকে ঢাকায় তলব

Also Read: কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শন: যুবক গ্রেপ্তার

Also Read: সিলেটে কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র যুবক, নির্বাচন কমিশনে অভিযোগ