র্যাব জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ১৮টি মামলা আছে; আগেও অস্ত্রসহ আটক হয়েছিলেন তিনি।
Published : 17 Jun 2023, 06:04 PM
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর পদপ্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা চার।
শনিবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার আফসান আল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকায় গ্রেপ্তার হন ওই যুবক।
গ্রেপ্তার মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিন (৩৩) জালালাবাদ থানাধীন লন্ডনি রোড এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, তুহিনের বিরুদ্ধে ১৮টি মামলা আছে; এর আগেও র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন তিনি।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহর বাড়ির সামনে গত ৮ জুন মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোকের উপস্থিতির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিসি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, সাঈদ আব্দুল্লাহর সিলেট নগরীর ১৩/১৩ সুবিধবাজার দিঘীরপাড়ের বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোক ঘোরাফেরা করছে। কয়েকটি মোটরসাইকেলে আসা যুবকরা বাসার সামনে গিয়ে গেইটের দিকে অস্ত্র প্রদর্শন করে।
ওই ঘটনায় বিমানবন্দর থানায় সাইদ মো. আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। থানায় মামলার পর আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। অভিযান চালিয়ে অস্ত্র প্রদর্শনকারী তুহিনকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরও পড়ুন:
অস্ত্র হাতে ছবি: সিলেটের কাউন্সিলর প্রার্থী আফতাবকে ঢাকায় তলব