মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়।
Published : 18 Apr 2025, 04:53 PM
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ঝাটকা ধরার সময় দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
দোহার থানার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক নুরুল আলম বলেন, উপজেলার নারিশা বাজার এলাকার পদ্মা নদী থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই জেলে হলেন, ওই এলাকার কাঞ্চন তালুকদার ও মো. রায়হান।
পুলিশ পরিদর্শক নুরুল আলম বলেন, রাতে ওই দুই জেলে মেঘুলার পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় করে কারেন্ট জাল দিয়ে ঝাটকা ইলিশসহ মাছ ধরার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এসময় ঝাটকা ইলিশ ধরার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়।
এ ঘটনায় কুতুবপুর নৌ পুলিশের এএসআই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে দুই জেলের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান নৌ পুলিশের কর্মকর্তা নুরুল আলম।