মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে মোজাম্মেল ফেনীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব।
Published : 18 Apr 2025, 05:03 PM
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার এক আসামিকে ফেনী সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে উপজেলার লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন (৩২) রংপুরের মিঠাপুকুর উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, মোজাম্মেল হোসেন মির্জাপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ফেনীতে অবস্থান করছেন, এমন খবর পেয়ে রাতে র্যাব-৭ (চট্টগ্রাম) ও র্যাব-১৪ (ময়মনসিংহ) দল যৌথ অভিযান চালিয়ে মোজাম্মেলকে গ্রেপ্তার করে।
মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার এড়াতে মোজাম্মেল ফেনীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব।
গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা সাদেকুল ইসলাম।