নয় দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে।
Published : 10 Jan 2024, 05:22 PM
ফেনীতে বাসায় আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী ও তাদের সন্তান মারা গেছে। নয় দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে।
২৬ ডিসেম্বর রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইতালি ভবন-২ এর পঞ্চম তলার ওই আগুন লেগে দগ্ধ হয়েছিল পরিবারের তিনজন। সেদিনই তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের স্থানান্তর করা হয়।
আশীষ চন্দ্র সরকার (৩৫) ৩১ ডিসেম্বর, তার স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) ৫ জানুয়ারি এবং সবশেষ তাদের ছেলে রিক সরকার (৯) সোমবার রাতে মারা যায়।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা আশীষ ফেনীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। রিক সেখানকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আশীষের ছোট ভাই পরিতোষ চন্দ্র সরকার এসব তথ্য জানিয়ে বলেন, “তাদের আর কেউ বেঁচে নেই।”
ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণে ঘরে আগুন লেগেছে বলে সেই সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছিল। তবে আশীষ ও তার স্ত্রী বলেছিলেন, হয়তো ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন লেগেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানিয়েছিলেন, আশীষের ৮২ শতাংশ, টুম্পার ৬০ শতাংশের বেশি এবং রিকের ৪০ শতাংশ দগ্ধ হয়। শুরু থেকেই রিক আইসিইউতে ছিল আর আশীষ ও টুম্পা এইচডিইউ-তে ছিলেন।