দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় মামলা

দুরন্তের ছোটবোন শাশ্বতী বিপ্লব বাদী হয়ে মঙ্গলবার অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2022, 07:10 PM
Updated : 14 Nov 2022, 07:10 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে দুরন্ত বিপ্লবের লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্জামান জানান, সোমবার রাত ৯টার দিকে তার ছোটবোন শাশ্বতী বিপ্লব বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়ি আসার পথে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। কোথাও খোঁজ না পেয়ে দুদিন পর [৯ নভেম্বর] দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।

এর মধ্যে গত শনিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ঘাট এলাকার বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা তাকে দুরন্ত বিপ্লব হিসেবে শনাক্ত করেন।

দুই যুগ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন দুরন্ত। রাজনীতিতে এখন আগের মতো সক্রিয় না থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন তিনি। 

কয়েক বছর ধরে তিনি কেরানীগঞ্জের বাস্তা এলাকায় সোনামাটি অ্যাগ্রো ফার্ম নামে একটি কৃষি খামার চালাচ্ছিলেন।

আরও পড়ুন:

দুরন্ত বিপ্লবের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

নিখোঁজ দুরন্ত বিপ্লবের লাশ মিললো বুড়িগঙ্গায়