গাজীপুরে রেললাইনে অগ্নিসংযোগ, পেট্রল-লাঠিসহ আটক ৪ কিশোর

ক্ষতিগ্রস্ত স্থানের পাঁচটি স্লিপার খুলে নতুন করে লাগানো হয়েছে; রেল চলাচলে স্বাভাবিক রয়েছে বলে জানায় রেলওয়ে বিভাগ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 02:27 PM
Updated : 13 Nov 2023, 02:27 PM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেলপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নগরীতে যানবাহনে আগুন দেওয়ার সময় পেট্রল ও লাঠিসহ চার কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে উপজেলার গোলাঘাট এলাকার রেলসেতুতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ্ জানান।

ভোরে আগুন দেখে স্থানীয়রা নিভিয়ে ফেলেন; ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।

রেলওয়ের ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, “ভোরে রেলসেতুতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা পেট্টোলিং টিম দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

“সকালে প্রকৌশলী বিভাগের তত্ত্বাবধানে রেললাইন মেরামত করা হয়। এ সময় লাইনের পাঁচটি স্লিপার খুলে ফেলে নতুন করে লাগানো হয়েছে। তবে রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ্।

অপরদিকে, গাজীপুর নগরীতে গাড়িতে আগুন দেওয়ার সময় চার কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক গ্যালন পেট্রল, চারটি বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।

রোববার রাতে ঢাকা বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ইব্রাহিম খান।

তিনি বলেন, রাতে গাড়িতে অগ্নিসংযোগ করা হবে এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। কিশোর হওয়ায় তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

শিশু আইনে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা জানান।