সুনামগঞ্জে ধর্ষণ-হত্যা: দুই মামলায় ৪ জনের যাবজ্জীবন

দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2022, 12:39 PM
Updated : 1 Nov 2022, 12:39 PM

সুনামগঞ্জে ধর্ষণের পর হত্যা ও ধর্ষণের দুটি মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন মঙ্গলবার এ রায় দেয়।

দণ্ডিতদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ইবরাহিমপুর গ্রামের নুরুল হক ও সুরুজ্জামান, একই উপজেলার অক্ষয়নগর গ্রামের আব্দুল মালেক এবং জগন্নাথপুর উপজেলার নবীনগর গ্রামের আব্দুর রশিদ।

এক মামলার নথি থেকে জানা যায়, সদরগড় গ্রামের এক নারীকে ২০০৯ সালের ৫ এপ্রিল আসামি নুরুল হক, সুরুজ্জামান ও আব্দুল মালেক ধরে নিয়ে সুরমা ইউনিয়নের কাওয়ার হাওরের কান্দার উপর দলবেঁধে ধর্ষণ করেন। ধর্ষণের পর ওই নারীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে যান।

আইনজীবী নান্টু রায় জানান, এ ঘটনায় থানায় মামলা হলে আসামি নুরুল হক আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

রায় ঘোষণার সময় তিন আসামি পলাতক ছিলেন বলে এই আইনজীবী জানান।

অপর মামলার নথি থেকে জানা যায়, দণ্ডিত আসামি আব্দুর রশিদ জগন্নাথপুর উপজেলার নবীনগর গ্রামের এক নারীকে ২০১০ সালের ১৪ মে রাতে অস্ত্রের মুখে ঘরে ঢুকে ধর্ষণ করেন। পরে ওই নারীর একটি সন্তান হয় এবং পরে এ ঘটনায় মামলা হয়। পরবর্তীতে ডিএনও পরীক্ষায় আসামি আব্দুর রশিদ ওই শিশুর বাবা বলে শনাক্ত হয়।