নওগাঁয় টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম আর রকি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 01:00 PM
Updated : 25 May 2023, 01:00 PM

নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের একটি হোটেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সভাপতি হয়েছেন সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম আর রকি।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাট ও ডি এম ফজলে রাব্বি, যুগ্ম সম্পাদক রাইহান আলী ও হাসান শাহরিয়ার পল্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে মাহমুদ চাঁদ, অর্থ সম্পাদক বুলবুল আহম্মেদ,  প্রচার সম্পাদক রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন এবং ক্রীড়া সম্পাদক সাকিবুল হাসান।

নির্বাহী সদস্যরা হলেন মো. নাজিম উদ্দন তনু, আক্কাস আলী, হাবিবুর রহমান, সোহেল রানা, মোকলেছুর রহমান, শামীম আহম্মেদ, সবুজ হোসাইন, আবু সাইদ, কামাল উদ্দিন টগর ও চৌধুরী মুরাদ হোসেন।