যাত্রী পারাপার বন্ধ থাকায় বন্দরের ইমিগ্রেশনে শতাধিক যাত্রীকে ভারতে প্রবেশের অপেক্ষায় দীর্ঘক্ষণ আটকা থাকতে হয়েছে।
Published : 02 Apr 2024, 02:42 PM
ভারতের সার্ভারের ত্রুটির কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার ফের শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এএসআই মোরশেদুল হক জানান, সকালে আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির খবরে কারিগরি টিম এসে কাজ করার পর দুপুর ১টা থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে।
এর আগে সার্ভার জটিলতায় মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে হঠাৎ করেই যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এর ফলে বন্দরের ইমিগ্রেশনে শতাধিক যাত্রীকে ভারতে প্রবেশের অপেক্ষায় দীর্ঘক্ষণ আটকা থাকতে হয়েছে।
মোরশেদুল হক বলেন, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে তারা যাত্রী না পাঠানোর অনুরোধ করে।
স্থলপথে ভারতের উত্তরপূর্ব অংশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে সাত-আটশ যাত্রী পারাপার হয়ে থাকেন।
আগরতলায় সার্ভারে ত্রুটি, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ