আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ মৌখিকভাবে হামলার ঘটনাটি জানিয়েছে।
Published : 15 Mar 2024, 10:11 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে হামলায় শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা ও দুই সিপাহী আহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে স্থলবন্দরের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম জানান।
আহতরা হলেন- শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ, সিপাহী মো. ইমন মিয়া এবং মো. জুম্মান।
আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের দাবি, বিকালে স্থলবন্দরের পাশের কালিকাপুর গ্রামের বেশকিছু যুবক কয়েকটি লাগেজ স্ক্যান না করেই সিএনজিচালিত অটোরিকশায় করে চলে যাচ্ছিলেন।
এ সময় শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল পারভেজ, সিপাহী ইমন ও জুম্মান লাগেজগুলো তল্লাশির জন্য ব্যাগেজ স্ক্যানিং কক্ষে নিয়ে যেতে বললে তারা চড়াও হন। একপর্যায়ে তারা সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহীদের মারপিট করেন।
এ ঘটনায় আহতদের মধ্যে কামরুল পারভেজকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কামরুল পারভেজ বলেন, “তাদের লাগেজে কী পণ্য ছিল- সেগুলো আমরা খুলে দেখিনি। শুধু বলেছি, স্ক্যান করে নিয়ে যাওয়ার জন্য। এতেই তারা আমাদের ওপর হামলা করে। তাদের মারপিটে আমি ও আমাদের দুজন সিপাহী আহত হয়েছেন।”
এ ঘটনার পর হামলাকারীরা পালিয়েছেন জানিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম বলেন, “আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ মৌখিকভাবে হামলার ঘটনাটি জানিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”