নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা এবং অনুমোদন নয় এমন স্থান থেকে মাটি সংগ্রহ করায় এ জরিমানা করা হয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।
Published : 22 Jan 2024, 11:37 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চারটি ইটভাটাকে বিভিন্ন অভিযোগে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
সোমবার এ অভিযান পরিচালনা করে করেন মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন সুলতানা নিপা।
পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের জ্যেষ্ঠ কেমিস্ট মো. রায়হান মোর্শেদ বলেন, নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় মেসার্স এম বি সি ব্রিকস, মেসার্স মুক্তা বিক্সস এবং মেসার্স নিউ জনতা বিক্সস (সাবেক শাপলা বিক্সস) তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া অনুমোদন নয় এমন স্থান থেকে মাটি সংগ্রহ করায় মেসার্স এফ আলী বিক্সসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৮(৩) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা এবং একই আইনের ৫(২) ধারা লঙ্ঘন অন্য একটি ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
পরিবেশের সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।