গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতরে বিভিন্ন প্রাণীর যে মুক্ত বিচরণ ক্ষেত্র আছে, ভারি বর্ষণে দেয়াল ধসের কারণে সেই ‘কোর সাফারি’ অংশে ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার জানান, গত ৫ অক্টোবর ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিতে ‘কোর সাফারি’ পার্কের দেয়াল ধসে পড়ে। সেই কারণে এই অংশটি বন্ধ থাকলেও পার্কের অন্যান্য অংশ চালু রয়েছে।
‘কোর সাফারিতে’ জিরাফ, জেব্রা, বাঘ, সিংহ, ভালুকসহ নানা দেশি-বিদেশি প্রাণী উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশে বিচরণ করে থাকে। সেখানে গাড়ি ছাড়া কোনো দর্শনার্থীর প্রবেশ করার সুযোগ নেই।
মঙ্গলবার দুপুরে পার্কে কথা হচ্ছিল দর্শনার্থীদের সঙ্গে। তারা পার্কের মূল ফটকে ‘কোর সাফারি’ অংশ বন্ধ থাকার নোটিস দেখে হতাশা প্রকাশ করছিলেন।
নরসিংদীর শিবপুরের মাছিমপুর এলাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে পার্কে ঘুরতে এসেছিলেন সাধন চন্দ্র সরকার।
বেসরকারি এ চাকুরে বললেন, “স্ত্রী-সন্তান প্রায় বায়না ধরে সাফারি পার্কে বেড়াতে যাবে। তাই দুর্গা পূজার ছুটিতে সন্তানকে বাঘ, হিংস, ভালুক দেখাতে তাদের আশা পূরণ করতে গিয়েছিলাম।
“কিন্তু ‘কোর সাফারি’ বন্ধের নোটিস টাঙানো দেখতে পেয়ে আমরা সকলেই হতাশ হয়ে গেছি।”
জানতে চাইলে গাজীপুর সাফারি পার্ক অ্যাপ্রোচ সড়ক প্রকল্পের পরিচালক ইমরান আহমেদ বলেন, “দুই সপ্তাহ আগে ভারি বর্ষণের কারণে ‘কোর সাফারির’ বাউন্ডারি দেয়ালের ভেতরে পানির উচ্চতা ৭ থেকে ৮ ফুট পর্যন্ত হয়েছিল। প্রাণীগুলো ভেসে লোকালয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অনেক কষ্টে রাতভর পাহারা বসিয়ে বাঘ-সিংহ-ভালুকের মতো প্রাণীকে রক্ষা করতে সমর্থ হয়েছি।
“বর্তমানে গাছ দিয়ে কোনোমতে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রাণীগুলোর যাতে কোনো ক্ষতি না হয়; ওরা যাতে লোকালয়ে যেতে না পারে- সেজন্য আমাদের পার্কের স্টাফরা সারারাত জেগে প্রহরা দিয়েছে।”
দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ‘কোর সাফারি’ বন্ধ ঘোষণা করা হয় উল্লেখ করে এ বন সংরক্ষক বলেন, এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত দেয়ালে মেরামতের কাজ চলছে।
“আশা করছি- দুই সপ্তাহের মধ্যে ‘কোর সাফারি’ চালু করা যাবে।”