রংপুরে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

পণ্য বর্জনের অংশ হিসেবে কোকাকোলা, স্প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ ও পেপসিসহ বিভিন্ন পানীয় সড়কে ফেলে দেন ব্যবসায়ীরা।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 06:09 PM
Updated : 9 Nov 2023, 06:09 PM

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদ জানিয়ে দেশটির সব ধরনের পণ্য বর্জনের ডাক দিয়েছে রংপুর রেস্তোরাঁ মালিক সমিতি।

বুধবার রাতে মহানগরীর কাচারি বাজার মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভা থেকে পণ্য বর্জনের ঘোষণা দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি নুরুল হক মুন্না।

সভা শেষে কোকাকোলা, স্প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ, পেপসিসহ সকল ইসরায়েলি পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় মালিক সমিতির নেতারা গাজার নিরীহ জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পরে কাচারি বাজার মোড়ে দাঁড়িয়ে ইসরায়েলি পণ্য বর্জনের অংশ হিসেবে কোকাকোলা, স্প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ ও পেপসিসহ বিভিন্ন কোমল পানীয় সড়কে ফেলে দেওয়া হয়।

এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির রংপুর জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি শ্রী জীবন কুমার সিংহ, সহসভাপতি আইয়ুব আলী, আসলাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদ আক্তার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হক ব্যাপারী, কোষাধ্যক্ষ হেলাল হোসেন স্বপন ও নুরুন্নবী লাকু উপস্থিত ছিলেন।

এ দিকে ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রেস্তোরাঁ মালিকদের সাধুবাদ জানিয়েছেন।