“ফ্লেইমেবল কোনো লিকুইড, যা বিস্ফোরণ ঘটাতে সক্ষম; এমন কোনো রাসায়নিক দ্রব্য থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে।”
Published : 04 Jul 2023, 11:04 PM
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ‘অবাক’ করেছে বিআডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।
১১ লিটার তেলবাহী সাগর নন্দিনী-২ জাহাজে শনিবার প্রথম বিস্ফোরণের পর পেছনের মাস্টার ব্রিজ পুরোটাই উড়ে গিয়ে নদীতে ডুবে যায়।
সেই দুমড়ানো-মোচড়ানো অংশ থেকেই সোমবার তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দলের সদস্যরা। এর আগের দিন জাহাজের ইঞ্জিন রুম থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছিল।
প্রথম দফায় বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মো. সেলিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্ফোরণে এতবড় একটি মাস্টার ব্রিজ উড়িয়ে নিয়ে যাবে- এটা ‘অবিশ্বাস্য’ মনে হচ্ছে।
“কত ভয়াবহ বিস্ফোরণ হয়েছে; মাস্টার ব্রিজ কমপক্ষে ২০ ফুট দূরত্বে নিয়ে উড়িয়ে ফেলার মধ্য দিয়ে সেটা অনুমান করা যায়।
সেলিম বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে হয়তো বলতে পারবো কিভাবে এটা ঘটেছে।”
শনিবার দুপুরে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে থাকা জাহাজটিতে বিস্ফোরণের পর পরই আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিস্ফোরণের পর পরই সেখানে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে একে একে এর সঙ্গে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরাও যোগ দেন।
ফায়ার সার্ভিসের বরিশাল সদর দপ্তরের সহকারী পরিচালক বেল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্ফোরণের বিষয়ে অতটা সম্যক ধারণা আমার নেই। তবে পেশাগত অভিজ্ঞতায় একটা মাস্টার ব্রিজ বাতাসে উড়িয়ে নেওয়ায় বোঝা যায় বড় ধরনের বিস্ফোরণেই ঘটেছে। বিস্ফোরণ অনেক শক্তিশালী ছিলো।
“জমে থাকা গ্যাসে এতটা শক্তিশালী বিস্ফোরণ হতে পারে কি-না সেটা যারা এ নিয়ে কাজ করেন তারা ভালো বলতে পারবেন।”
তদারকির ঘাটতি রয়েছে কি-না সেই বিষয়টিও খতিয়ে দেখতে হবে মন্তব্য করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “এ ব্যাপারে নৌযানের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন।”
বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দফায় বিস্ফোরণের পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিশেষজ্ঞরাও কাজ করছেন। তারাই বলতে পারবেন কী কারণে এমন বড় বিস্ফোরণের ঘটনা ঘটল।
সামসুল হুদা আট বছর ধরে সিঙ্গাপুরে ট্যাংকার নির্মাণ কাজের সঙ্গে জড়িত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাস্টার ব্রিজ উড়িয়ে নেওয়ার মতো গ্যাস জমার কোনো স্থান ইঞ্জিন রুমে থাকে না। ফ্লেইমেবল কোনো লিকুইড, যা বিস্ফোরণ ঘটাতে সক্ষম; এমন কোনো রাসায়নিক দ্রব্য থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে।”
প্রথম দফায় বিস্ফোরণের পর চট্টগ্রাম থেকে সাগর নন্দিনী-৪ জাহাজকে রোববার সুগন্ধায় নিয়ে আসা হয় খালাস করা তেল রাখার জন্য। তেল স্থানান্তরের মধ্যেই সোমবার সন্ধ্যায় সাগর নন্দিনী-২ ট্যাংকারে আবার বিস্ফোরণের ঘটনা ঘটে।
তারপর দুটি জাহাজেই আগুন লেগে যায়। এতে ১০ পুলিশ সদস্যসহ মোট ১৪ জন আহত হয়। এদের মধ্যে অন্তত ছয়জন দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে দুজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বাকি ১০ জন ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সারাদিন সাগর নন্দিনী থেকে কোনো তেল স্থানান্তর করা হয়নি। সাগর নন্দিনী-২ ট্যাংকারে এখনও প্রায় পৌনে চার লাখ লিটার জ্বালানি তেল রয়েছে বলে ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
এ সময় তিনি জানান, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বাকি তেল খালাস করা হবে।
তবে এ ব্যাপারে জানতে চাইলে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমানকে রাত পৌনে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও হিসাব করা হয়নি কী পরিমাণ তেল ডিপোতে আনলোড হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে।”
প্রথম দফায় বিস্ফোরণের পর জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় দুর্ঘটনার পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধিরা থাকবেন বলে জানানো হয়েছে।
সাগর নন্দিনী-২ নামের এই জাহাজটি মাত্র ছয় মাস আগে ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার পথে ভোলার তুলাতুলি কাঠিরমাথা এলাকায় ডুবে গিয়েছিল। তখন কুয়াশার মধ্যে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্যাংকারটির তলা ফেটে গিয়েছিল।
এর আগে, ২০২১ সালের ১২ নভেম্বর সুগন্ধা নদীর একই স্থানে একই কোম্পানির সাগর নন্দিনী-৩ জাহাজটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন।
আরও পড়ুন:
বিস্ফোরণ ঘটা সাগর নন্দিনীতে এখনও পৌনে চার লাখ লিটার তেল
সাগর নন্দিনীর আগুন সাড়ে ১০ ঘণ্টায় নিয়ন্ত্রণে, এলাকায় আতঙ্ক
অসচেতনতা থেকেই বারবার এমন দুর্ঘটনা: ফায়ার সার্ভিস
‘দ্রিম দ্রিম করে বিস্ফোরণের পর দেখি আগুন, তখন নদীতে লাফ দিছি’
ঝালকাঠির সেই তেলবাহী জাহাজে আবার বিস্ফোরণ-আগুন, আহত ১৪
ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
ঝালকাঠিতে বিস্ফোরণে নদীতে পড়া জাহাজের অংশে মিলল আরও ২ লাশ
সাগর নন্দিনী-২ বিস্ফোরণ: পদ্মা অয়েলের তদন্ত কমিটি
সাগর নন্দিনীর ইঞ্জিনরুমে এক দিন পর মিলল লাশ
ঝালকাঠিতে নিখোঁজদের সন্ধান মেলেনি, সুগন্ধা পাড়ে স্বজনদের কান্না
ছয় মাস আগে মেঘনায় ডুবেছিল সাগর নন্দিনী-২, এবার বিস্ফোরণ
ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৫, নিখোঁজ ৪