কোস্টগার্ডও নিখোঁজের কথা স্বীকার করলেও ঠিক কারা এবং কতজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেনি।
Published : 02 Jul 2023, 01:22 PM
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি সাগর নন্দিনী-২ ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের সন্ধান এখনও মেলেনি। তাদের না পেয়ে কাঁদতে-কাদঁতে নদীর পারে অপেক্ষা করছেন স্বজনরা।
ঘটনার পর থেকেই ঝালকাঠি জেলা পুলিশ, জেলা প্রশাসক ও জাহাজের উদ্ধার হওয়া বাবুর্চি বলে আসছেন জাহাজটিতে মোট ৯ জন ছিলেন। তাদের মধ্যে ৫ জন দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৪ জন।
একইকথা জানিয়েছেন স্বজনরাও তাদের খোঁজে বিস্ফোরিত জাহাজ আর সুগন্ধা পাড়ে ছোটাছুটি করছেন। ছবি দেখিয়ে সুগন্ধা পাড়ে খুঁজে ফিরছেন তারা।
কিন্তু শনিবার বিকেলে বরিশাল নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীনে আলম জানিয়েছিলেন- “দুর্ঘটনায় কোনো নিখোঁজ নেই।” আর এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।
তবে কোস্টগার্ডও নিখোঁজের কথা স্বীকার করলেও ঠিক কারা এবং কতজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেনি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল শাফায়েত জানান, নিখোঁজরা নদীতে জোয়ার ভাটার পানিতে ভেসে যেতে পারেন। তাই সুগন্ধা নদীর আশপাশের এলাকাগুলোতে ডুবুরি টিম নামানো হয়েছে।
তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে রোববার সকাল ৮টা থেকে সুগন্ধার পাশাপাশি বিষখালী-কীর্তনখোলায়ও তাদের ডুবুরি দলের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।
ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণের খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে তিন নিখোঁজের স্বজনরা ছুটে আসেন।
স্বজনদের সূত্রে নিখোঁজদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন, জাহাজের মাস্টার রুহুল আমীন খান, তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়, সুপার ভাইজার মাসুদুজ্জামান বেলাল, তার বাড়ি চাদপুর জেলায় এবং সুকানীর সহযোগি আকরাম হোসেন, তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালি গ্রামে। নিখোঁজ আরও একজনের নাম এখন জানা যায়নি।
প্রায় একদিন পরও বরিশাল হাসপাতালসহ কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি জানিয়ে হাউমাউ করে কান্না করছিলেন মাসুম বিল্লাহ।
তিনি বলেন, দুর্ঘটনার পর তার ভাই আকরাম হোসেনের মত এমন আর তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সুগন্ধা নদী পাড়ে এবং বিস্ফোরিত জাহাজ সাগর নন্দিনী-২ এর আনাচে কানাচে খুঁজে ফিরছেন তারা।
আকরাম হোসেনের ভাইয়ের ছেলে কাইউম বলেন, “কাল সন্ধ্যা থেকে আমার চাচাকে হাসপাতাল ও ঘটনাস্থল কোথাও খুঁজে পাচ্ছি না। কোস্টগার্ড উদ্ধারের নামে জাহাজের তেল খালাসে ব্যস্ত। নিখোঁজদের উদ্ধারে কোনো তৎপরতা নেই বলে অভিযোগ তার।”
স্বজনদের ধারণা, বিস্ফোরণে জাহাজের পেছনের উড়ে যাওয়া অংশের সাথেই চার জন উড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ সুপার ভাইজার মাসুদুর রহমান বেলালের শ্যালক আলিমুজ্জামান শিমু, চাচাতো ভাই মো: আলাউদ্দিন জানান, মাসুদুর রহমান বেলাল ইঞ্জিন রুমে ছিলেন। বিস্ফোরণে জাহাজের পেছনের অংশের সাথে উড়ে গিয়ে তিনি হয়ত নিখোঁজ হয়েছেন
ঈদের দিন বৃহস্পতিবার সাগর নন্দিনী-২ ট্যাংকারটি ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে পদ্মা অয়েল কোম্পানির জন্য জ্বালানি তেল নিয়ে আসে। ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে সেটি নোঙ্গর করা ছিল রাজাপুর গ্রামের কাছে।
শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই ট্যাংকারটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে জাহাজের ৫ জন দগ্ধ হয়ে আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাগর নন্দিনী-২ নামের এই জাহাজটি মাত্র ছয় মাস আগে ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার পথে ভোলার তুলাতুলি কাঠিরমাথা এলাকায় ডুবে গিয়েছিল। তখন কুয়াশার মধ্যে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্যাংকারটির তলা ফেটে গিয়েছিল।
অপরদিকে এখন পর্যন্ত বিস্ফোরিত জাহাজটি থেকে ৪ লাখ লিটার তেল সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তারা।