বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধদের বরিশাল ও ঝালকাঠির হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 03 Jul 2023, 08:11 PM
ঝালকাঠিতে তেলবাহী সাগর নন্দিনী-২ ট্যাংকারে সোমবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মত বিস্ফোরণের ঘটনা ঘটেছে; এরপর ট্যাংকারটিতে আগুন লেগে গেছে। এতে আহত ও দগ্ধ হয়েছেন ১৪ জন। তার মধ্যে ১০ জন পুলিশ সদস্য।
সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে রাজাপুর গ্রামের কাছে থাকা জাহাজটিতে সন্ধ্যা ৬টায় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ভাড়া করা সাগর নন্দিনী-২ জাহাজ থেকে ডিজেল ও পেট্রোল সাগর নন্দিনী-৪ নামের আরেকটি ট্যাংকারে স্থানান্তরের কাজ চলছিল। এর মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল, ঝালকাঠি, কাউখালী ও নলছিটির চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গেছে।
ঝালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে ১১ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে এবং তিনজনকে বরিশালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই রনু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজে বিস্ফোরণের ঘটনায় আহত তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং একজন জাহাজের কর্মচারী।
আহতরা হলেন- ঝালকাঠি পুলিশ লাইনসের কনস্টেবল মো. শওকত জামিল, কনস্টেবল দ্বীপ এবং জাহাজের কেরানি চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা মো. শরিফ আহমেদ (৩৫)।
চিকিৎসকদের বরাতে এসআই আরও বলেন, তাদের শরীরের ৫ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।
দুর্ঘটনায় আহত সাগর নন্দিনী-৪ এর বাবুচি মোহাম্মদ কাইয়ুম সাংবাদিকদের বলেন, “পাম্পটি দিয়ে একনাগাড়ে তেল উত্তোলন করায় সেটি গরম হয়ে বিস্ফোরিত হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছে। জাহাজের মোট কর্মচারী ছিলেন ১২ জন। তবে সবাই তখন জাহাজে ছিলেন না।
দুর্ঘটনার পর ঝালকাঠি শহর ও নদীপাড়ের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার পাশেই আরেকটি জাহাজ এবং কিছুটা দূরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ’নির্ভিক’ দেখা গেছে।
ঝালকাঠির পদ্মা ডিপোর জন্য তেল নিয়ে আসা জাহাজটিতে শনিবার দুপুরে প্রথম বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ছাড়া বিস্ফোরণের পর নদীতে ভেঙে পড়া জাহাজের পেছনের অংশ থেকে সোমবার তিনজনের এবং আগের দিন রোববার ইঞ্জিন রুম থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল।
বিকালে জাহাজটির উদ্ধার অভিযান শেষ করা হয়েছিল। কিন্তু জাহাজের তেল খালাসের কাজ চলছিল।
এর মধ্যেই সন্ধ্যায় আবার একই জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
প্রায় নয় লাখ লিটার জ্বালানি তেলবাহী এ জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা তদন্তে ব্যবস্থাপককে (অপারেশন) প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।
শনিবার দুর্ঘটনার পর থেকেই কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান।
সাগর নন্দিনী-২ নামের এই জাহাজটি মাত্র ছয় মাস আগে ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার পথে ভোলার তুলাতুলি কাঠিরমাথা এলাকায় ডুবে গিয়েছিল। তখন কুয়াশার মধ্যে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্যাংকারটির তলা ফেটে গিয়েছিল।
এর আগে, ২০২১ সালের ১২ নভেম্বর সুগন্ধা নদীর একই স্থানে একই কোম্পানির সাগর নন্দিনী-৩ জাহাজটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন।
আরও পড়ুন:
ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
ঝালকাঠিতে বিস্ফোরণে নদীতে পড়া জাহাজের অংশে মিলল আরও ২ লাশ
সাগর নন্দিনী-২ বিস্ফোরণ: পদ্মা অয়েলের তদন্ত কমিটি
সাগর নন্দিনীর ইঞ্জিনরুমে এক দিন পর মিলল লাশ
ঝালকাঠিতে নিখোঁজদের সন্ধান মেলেনি, সুগন্ধা পাড়ে স্বজনদের কান্না
ছয় মাস আগে মেঘনায় ডুবেছিল সাগর নন্দিনী-২, এবার বিস্ফোরণ
সাগর নন্দিনী-২ থেকে সরানো হচ্ছে তেল, নিখোঁজদের উদ্ধার
ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৫, নিখোঁজ ৪