ফিটনেসের কাগজপত্র চাওয়া হলেও সাগর নন্দিনীর কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না বলে অভিযোগ কোস্ট গার্ডের।
Published : 04 Jul 2023, 01:42 PM
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলের ট্যাঙ্কার সাগর নন্দিনী-২ এর আগুন সাড়ে ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তারা বলছেন, অসচেতনতা থেকেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।
অপরদিকে একই কোম্পানির ট্যাঙ্কারে বারবার দুর্ঘটনার ব্যাপারে কোস্ট গার্ডের অভিযোগ- ফিটনেসের কাগজপত্র চাওয়া হলেও সাড়া দিচ্ছে না সাগর নন্দিনীর কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি পৌর মিনি পার্কে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “দেশের জাহাজগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই বললেই চলে। এরা দুর্ঘটনাকবলিত না হলে আমাদের কখনোই ডাকে না।”
অসচেতনতা থেকেই বারবার এমন ঘটনা ঘটছে জানিয়ে তিনি বলেন, “এ ধরনের জাহাজগুলোতেও অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ থাকছে না। সাগর নন্দিনীতেও যে কোনো অসাবধানতা অসচেতনতা থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”
আগুন নেভানোর পর সাগর নন্দিনী-২ জাহাজটি এখন নিরাপদ রয়েছে জানিয়ে তিনি বলেন, “জাহাজের অবশিষ্ট চার লাখ লিটার পেট্রোলে আগুন লেগেছিল। তবে সেই তেল থেকে এখন আর দুর্ঘটনার সম্ভাবনা নেই।
“আগুন নিভে যাওয়ার পর এখন বিধ্বস্ত জাহাজে যে পরিমাণ পেট্রোল রয়েছে তা সাধারণত ঝুঁকিপূর্ণ হয় কিন্তু ওই জাহাজে ব্যাপক পরিমাণ ফোম স্প্রে করায় এখন আর কোনো ঝুঁকি নেই।”
আগুন নেভাতে দেরি হওয়ার প্রসঙ্গে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিভিয়েছে। তবে জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল, তার কাছে যাওয়াটা খুব দুরূহ হয়ে পড়েছিল।
“যেহেতু পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো ঝুঁকির ব্যাপার সেখানে অগ্নি নির্বাপণকারী ফোমেই একমাত্র ভরসা। এ জন্য বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লিটার ফোম আনা হয়েছে, সেখানে কিছুটা সময়ক্ষেপণ হওয়ায় আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়।”
এদিকে একইস্থানে পৃথক সংবাদ সম্মেলন করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট শাফায়েত হোসেন।
একই কোম্পানির জাহাজগুলোতে বারবার দুর্ঘটনার ব্যাপারে ফিটনেসের কাগজপত্র চাওয়া হলেও জাহাজ কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি বলেন, “জাহাজে থাকা তেল নদীতে ছড়িয়ে পড়া রোধে অত্যাধুনিক তেল অপসারণকারী ল্যামোর সংযুক্ত বোট দিয়ে কাজ শুরু করছে কোস্ট গার্ড।”
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় নিয়ন্ত্রণে আসে ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর দ্বিতীয় বিস্ফোরণে লাগা আগুন।
ট্যাঙ্কারটিতে দ্বিতীয় বিস্ফোরণে আহত ১৫ জনের মধ্যে দুই জনকে ঢাকায় আনা হয়েছে।
সাগর নন্দিনী-২ জাহাজটিতে ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ছিল। প্রথম দফায় শনিবার দুপুরে এখানে বিস্ফোরণে মারা যান ৪ জন। আহত হন আরও ৫ জন।
এরপর সোমবার বিকেলে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হলেও তেল খালাস চলছিল। এর ঘণ্টাখানেকের মধ্যেই জাহাজটিতে ফের বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
‘দ্রিম দ্রিম করে বিস্ফোরণের পর দেখি আগুন, তখন নদীতে লাফ দিছি’
ঝালকাঠির সেই তেলবাহী জাহাজে আবার বিস্ফোরণ-আগুন, আহত ১৪
ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
ঝালকাঠিতে বিস্ফোরণে নদীতে পড়া জাহাজের অংশে মিলল আরও ২ লাশ
সাগর নন্দিনী-২ বিস্ফোরণ: পদ্মা অয়েলের তদন্ত কমিটি
সাগর নন্দিনীর ইঞ্জিনরুমে এক দিন পর মিলল লাশ
ঝালকাঠিতে নিখোঁজদের সন্ধান মেলেনি, সুগন্ধা পাড়ে স্বজনদের কান্না
ছয় মাস আগে মেঘনায় ডুবেছিল সাগর নন্দিনী-২, এবার বিস্ফোরণ
সাগর নন্দিনী-২ থেকে সরানো হচ্ছে তেল, নিখোঁজদের উদ্ধার
ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৫, নিখোঁজ ৪