সম্মিলিতভাবে কাজ করায় পরিবেশের বিপর্যয় রোধ করা সম্ভব হয়েছে বলে জানান সচিব।
Published : 04 Jul 2023, 08:44 PM
জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ এর পরিত্যক্ত তেল অপসারণ করা হবে।
মঙ্গলবার দুপুরে বিস্ফোরণস্থল পরিদর্শন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এই কথা জানান।
১১ লাখ লিটার জ্বালানি তেলবাহী ওই জাহাজে প্রথম বিস্ফোরণের পর অপর জাহাজ সাগর নন্দিনী-৪ এ ওই তেল সরিয়ে নেওয়া হচ্ছিল। তার মধ্যেই সোমবার বিকালে দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে। তারপর থেকে তেল স্থানান্তরের কাজ বন্ধ রয়েছে।
বিস্ফোরণ ঘটা এই জাহাজে এখনও তিন লাখ ৮০ হাজার লিটার তেল রয়েছে জানিয়ে সচিব খায়েরুজ্জামান বলেন, “পরিত্যক্ত তেল অপসারণ করার ব্যাপারে জেলা প্রশাসক তার তত্ত্ববধায়নে ব্যবস্থা নেবেন। এ ছাড়া ডিজেল খালাস করা সাগর নন্দিনী-৪ জাহাজটি নিরাপদে ডিপোয় নেওয়ায় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, “প্রথম দুর্ঘটনার পর জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। দ্বিতীয় দুর্ঘটনার পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধিরা থাকবেন।”
পরিদর্শন শেষে সচিব বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী ও পরিবেশ অধিদপ্তর সম্মিলিতভাবে কাজ করায় পরিবেশের বিপর্যয় রোধ করা সম্ভব হয়েছে।
ঝালকাঠিতে যেন একটি নৌ ফায়ার স্টেশন স্থাপন করা হয় সে ব্যাপারে সুপারিশ পাঠানো হবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল খালেক মল্লিক, যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
সাগর নন্দিনী-২ ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা ডিপোতে খালাস করার জন্য আসে। শনিবার দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। পরে জাহাজে আগুন ধরে যায়।
প্রথম দফায় এ বিস্ফোরণে মারা যান চারজন। আহত হন আরও ৫ জন।
সোমবার বিকেলে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হলেও তেল খালাস চলছিল। এর ঘণ্টাখানেকের মধ্যেই জাহাজটিতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বিস্ফোরণে আহত ১৫ জনের মধ্যে দুই জনকে ঢাকায় নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
সাগর নন্দিনীর আগুন সাড়ে ১০ ঘণ্টায় নিয়ন্ত্রণে, এলাকায় আতঙ্ক
অসচেতনতা থেকেই বারবার এমন দুর্ঘটনা: ফায়ার সার্ভিস
‘দ্রিম দ্রিম করে বিস্ফোরণের পর দেখি আগুন, তখন নদীতে লাফ দিছি’
ঝালকাঠির সেই তেলবাহী জাহাজে আবার বিস্ফোরণ-আগুন, আহত ১৪
ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
ঝালকাঠিতে বিস্ফোরণে নদীতে পড়া জাহাজের অংশে মিলল আরও ২ লাশ
সাগর নন্দিনী-২ বিস্ফোরণ: পদ্মা অয়েলের তদন্ত কমিটি
সাগর নন্দিনীর ইঞ্জিনরুমে এক দিন পর মিলল লাশ
ঝালকাঠিতে নিখোঁজদের সন্ধান মেলেনি, সুগন্ধা পাড়ে স্বজনদের কান্না
ছয় মাস আগে মেঘনায় ডুবেছিল সাগর নন্দিনী-২, এবার বিস্ফোরণ
ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৫, নিখোঁজ ৪